- ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশের সংস্কার প্রস্তাবগুলো কার্যকর ও টেকসইভাবে বাস্তবায়নের একমাত্র পথ হলো নতুন সংবিধান প্রণয়ন। পুরোনো সংবিধানেই পরিবর্তন আনা হলে পরবর্তী সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করতে হবে, যা সংস্কার প্রস্তাবগুলোকে স্থায়ীভাবে বাস্তবায়ন করতে বাধা দেবে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর আলোচনায় তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, “বর্তমান সংবিধানের বেসিক কাঠামো সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকরভাবে গ্রহণ করতে যথেষ্ট নয়। নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এই প্রস্তাবগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব।”
তিনি আরও বলেন, সংবিধানের মূলনীতি, ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ রাষ্ট্রকাঠামোর বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে হলে নতুন সংবিধান অপরিহার্য।
আখতার হোসেন জনগণ ও ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের যে আশা তৈরি হয়েছিল, সেটাকে পূরণ করতে আমাদের নতুন সংবিধান প্রয়োজন। এটি শুধু দলের নয়, জাতির প্রয়োজনে নেওয়া সিদ্ধান্ত।”
তিনি এও উল্লেখ করেন যে, প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী পরবর্তী সরকারও ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের বিপরীত অবস্থান নেবে না, বরং ধারাবাহিকভাবে এগুলো কার্যকর রাখবে।
নতুন সংবিধানের মাধ্যমে টেকসই সংস্কার বাস্তবায়নের আহ্বানই আখতার হোসেনের মূল বক্তব্য হিসেবে তুলে ধরা হলো।