Monday, January 19, 2026

জাবির ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


ছবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিফটভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত মেধাক্রম অনুসারে পরবর্তী সময়ে ভর্তি ও মাইগ্রেশন কার্যক্রম পরিচালিত হবে।

এর আগে ফল প্রকাশ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা জানান, ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রস্তুত থাকলেও ‘সি’ ইউনিটের ফল তৈরিতে কিছুটা সময় লাগছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ সম্ভব হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয় রবিবার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের মাধ্যমে। এই ইউনিটের আওতায় কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার (২২ ডিসেম্বর) ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন