- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা সামাল দিতে বড় সিদ্ধান্ত নিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ডেটা সেন্টার ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নকারী প্রতিষ্ঠান ইন্টারসেক্ট পাওয়ার কিনতে ৪৭৫ কোটি মার্কিন ডলারের চুক্তিতে পৌঁছেছে তারা। নগদ অর্থের পাশাপাশি ইন্টারসেক্ট পাওয়ারের বিদ্যমান ঋণও এই চুক্তির আওতায় নেওয়া হবে।
সোমবার ঘোষিত এই অধিগ্রহণের মাধ্যমে অ্যালফাবেট স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে পারবে। বিশেষ করে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে অ্যালফাবেট ইন্টারসেক্ট পাওয়ারে সংখ্যালঘু শেয়ারধারক ছিল। গত বছরের ডিসেম্বরে গুগল ও টিপিজি রাইজ ক্লাইমেটের নেতৃত্বে ৮০ কোটি ডলারের একটি কৌশলগত বিনিয়োগ রাউন্ডে অংশ নেয় ইন্টারসেক্ট। তখন ২০৩০ সালের মধ্যে মোট ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
নতুন এই চুক্তির আওতায় ইন্টারসেক্ট পাওয়ারের ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলো অ্যালফাবেটের হাতে যাবে। তবে বর্তমানে পরিচালিত বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম আলাদা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে এবং সেগুলো পৃথক কোম্পানি হিসেবে পরিচালিত হবে।
ইন্টারসেক্টের পরিকল্পিত ‘ডেটা পার্ক’গুলো মূলত বায়ু, সৌর ও ব্যাটারি শক্তির উৎসের পাশে গড়ে তোলা হচ্ছে। এসব স্থাপনা আগামী বছরের শেষ দিকে চালু হওয়ার কথা রয়েছে এবং ২০২৭ সালের মধ্যে পুরোপুরি সম্পন্ন হবে বলে জানিয়েছে গুগল।
এই লেনদেন আগামী বছরের প্রথমার্ধে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে গুগল এসব ডেটা পার্কের প্রধান ব্যবহারকারী হবে। তবে এগুলো শিল্প পার্ক হিসেবে নকশা করা হওয়ায় অন্যান্য প্রতিষ্ঠানও সেখানে নিজেদের এআই চিপ ও অবকাঠামো স্থাপন করতে পারবে।
বিশ্লেষকদের মতে, এআই শিল্পের দ্রুত সম্প্রসারণের ফলে বিদ্যুৎ সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অ্যালফাবেটের এই অধিগ্রহণ ভবিষ্যতে প্রযুক্তি ও জ্বালানি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করতে পারে।