Monday, January 19, 2026

স্পটিফাই র‍্যাপডের আদলে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ আনছে ওপেনএআই


প্রতীকী ছবিঃওপেনএআই (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্যবহারকারীদের জন্য বছরজুড়ে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময়ের ঝলক তুলে ধরতে নতুন একটি বার্ষিক রিভিউ ফিচার চালু করছে ওপেনএআই। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামে এই অভিজ্ঞতাটি ধাপে ধাপে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি নির্বাচিত বাজারে চালু করা হচ্ছে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইংরেজিভাষী ব্যবহারকারীরা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। ওপেনএআই জানিয়েছে, যেসব ব্যবহারকারী ফ্রি, প্লাস বা প্রো প্ল্যানে রয়েছেন এবং ‘রেফারেন্স সেভড মেমোরিজ’ ও ‘রেফারেন্স চ্যাট হিস্ট্রি’ অপশন চালু রেখেছেন এমন ব্যবহারকারীদের মধ্যেই এই ফিচারটি পাওয়া যাবে। পাশাপাশি নির্দিষ্ট মাত্রার কথোপকথনের শর্তও পূরণ করতে হবে।

তবে টিম, এন্টারপ্রাইজ ও এডুকেশন অ্যাকাউন্টের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, পুরো অভিজ্ঞতাটি হালকা, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকা এবং গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে।

স্পটিফাই র‍্যাপডের মতো জনপ্রিয় বছরশেষের রিভিউ ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’। এখানে রঙিন গ্রাফিক্স ও ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার মাধ্যমে ব্যবহারকারীর বছরজুড়ে চ্যাটজিপিটির ব্যবহার তুলে ধরা হবে। ব্যবহারকারীর কথোপকথনের ধরন অনুযায়ী বিভিন্ন মজার ‘অ্যাওয়ার্ড’ও দেওয়া হবে। যেমন সমস্যার সমাধান বা ধারণা বিশ্লেষণে বেশি ব্যবহার করলে পাওয়া যেতে পারে ‘ক্রিয়েটিভ ডিবাগার’ শিরোনাম।

এ ছাড়াও ব্যবহারকারীর আগ্রহের বিষয়গুলোকে কেন্দ্র করে একটি কবিতা ও একটি ছবি তৈরি করে দেবে অ্যাপটি, যা পুরো বছরের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করে তুলবে।

ওপেনএআই জানিয়েছে, এই বার্ষিক রিভিউটি চ্যাটজিপিটি অ্যাপের হোম স্ক্রিনে দেখানো হলেও এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না বা ব্যবহারকারীদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না। ব্যবহারকারীরা চাইলে নিজেরাই এটি খুলতে পারবেন।

এই ফিচারটি চ্যাটজিপিটির ওয়েব সংস্করণসহ আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে পাওয়া যাবে। পাশাপাশি সরাসরি চ্যাটজিপিটিকে “Your Year with ChatGPT” লিখে অনুরোধ করলেও অভিজ্ঞতাটি চালু হবে বলে জানিয়েছে ওপেনএআই।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে ওপেনএআই ব্যবহারকারীদের সঙ্গে আরও আবেগী ও ব্যক্তিগত সংযোগ তৈরির চেষ্টা করছে, যা ভবিষ্যতে চ্যাটজিপিটির ব্যবহার আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন