Monday, January 19, 2026

জাবির বি ইউনিট ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার, ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক


ছবি: আটক ভর্তিচ্ছু ছাত্রী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ব্যবহার করে অসদুপায় অবলম্বনের সময় এক নারী ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় জহির রায়হান অডিটোরিয়ামের ২ নম্বর কক্ষ থেকে তাঁকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

আটক শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং বি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থী ছিলেন। তাঁর রোল নম্বর ২২২১৩৯৪।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় তিনি একটি স্মার্টফোন সঙ্গে নিয়ে আসেন। প্রশ্নপত্র পাওয়ার পর মোবাইল ফোনে প্রশ্নের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করে উত্তরপত্র পূরণ করছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শকের নজরে পড়লে তাঁকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে ওই শিক্ষার্থী জানান, তিনি স্বেচ্ছায় ও জেনে–বুঝেই ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন এবং নিজের অপরাধের জন্য কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নিতে তিনি প্রস্তুত।

হলের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক জানান, প্রথমে সন্দেহ হওয়ায় ওই শিক্ষার্থীকে পেছনের সারি থেকে সামনের সারিতে বসানো হয়। তবে সেখানেও তিনি মোবাইল ফোন ব্যবহার করে অনিয়ম চালিয়ে যান। পরে সরাসরি প্রমাণসহ তাঁকে আটক করা সম্ভব হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যেন তিনি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন রোববার (২১ ডিসেম্বর)ও জাবির ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে আরও এক পরীক্ষার্থীকে মোবাইলসহ আটক করা হয়েছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন