Monday, January 19, 2026

ইউটিলাইজেশন পারমিশনে শতভাগ অনলাইন সেবা চালু করল এনবিআর


ফাইল ছবিঃ এনবিআর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

কাস্টমস বন্ড ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সহজ করতে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) সংক্রান্ত সব সেবা পুরোপুরি অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার থেকে ইউপি ইস্যু ও সংশ্লিষ্ট সব কার্যক্রমে সিবিএমএস সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ব্যবস্থার ফলে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ঘরে বসেই অনলাইনে ইউপি গ্রহণ করতে পারবে। এর ফলে আর সরাসরি শুল্ক কার্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন পড়বে না।

সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে ইউপি সংক্রান্ত আবেদন দাখিল, প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং অনুমোদনের পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল হবে বলে আশা করছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। কাগজভিত্তিক প্রচলিত পদ্ধতির জটিলতা দূর হবে এবং ব্যক্তিনির্ভর হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে আবেদন প্রক্রিয়া হবে সহজ, ব্যয় সাশ্রয়ী ও ব্যবসাবান্ধব।

এনবিআরের মতে, সিবিএমএস পুরোপুরি কার্যকর হলে বন্ডসংক্রান্ত মামলা ও বিরোধের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমবে, যা দেশের ব্যবসা ও রপ্তানিখাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন