- ১৩ অক্টোবর, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যুত্থানবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারী ও ৩১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
রোববার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, চিহ্নিত ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানকালে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে যারা আন্দোলনের বিরোধিতায় ভূমিকা নিয়েছিলেন, তাদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনে উল্লিখিত ১৯ জন শিক্ষকের প্রতি কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনাবলি পর্যালোচনা করে গত ১৩ আগস্ট তদন্ত কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়। এতে মোট ৬১ জনের নাম উঠে আসে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।