Tuesday, October 14, 2025

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


ফাইল ছবিঃ সাবেক ডিবি প্রধান হারুন (সংগৃহীত)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশীদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল রোববার জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করেছেন। এ ধরনের অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘পলায়ন’-এর অপরাধ হিসেবে গণ্য হয়। সেই অভিযোগে তাঁদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের মেয়াদকালে কর্মকর্তারা নিয়ম অনুসারে খোরপোশ ভাতা পাবেন। মন্ত্রণালয় বলছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তালিকায় থাকা ১৮ জনের মধ্যে অন্যতম হলেন ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশীদ, যিনি বিভিন্ন সময়ে আলোচিত ও সমালোচিত কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন