- ১৩ অক্টোবর, ২০২৫
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় প্রায় ২০ বছরের বামপন্থী শাসনের অবসান ঘটতে চলেছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী ১৯ অক্টোবর রানঅফ ভোট অনুষ্ঠিত হবে।
রবিবার রাতে ৯১ শতাংশের বেশি ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফলে দেখা যায়, খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) প্রার্থী ও কেন্দ্রপন্থী রাজনীতিক রদ্রিগো পাজ এগিয়ে আছেন ৩২.৮ শতাংশ ভোট পেয়ে। অন্যদিকে, জোট দল আলিয়াঞ্জা লিবরের প্রার্থী ও সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোর্হে “তুতো” কিরোগা ২৬.৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন। ফলে এ দুজন প্রার্থীই রানঅফে মুখোমুখি হবেন।
সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে সরাসরি জয়ের জন্য ৫০ শতাংশের বেশি অথবা ন্যূনতম ৪০ শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১০ শতাংশের ব্যবধান রাখতে হয়। এবার কেউই সে মানদণ্ডে পৌঁছাতে পারেননি।
বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরা থেকে আল জাজিরার লাতিন আমেরিকা সম্পাদক লুসিয়া নিউম্যান জানিয়েছেন, এই ফলাফল স্পষ্ট করেছে যে ২০০৫ সাল থেকে ক্ষমতায় থাকা বামপন্থী দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (MAS) আর কোনোভাবেই প্রভাবশালী অবস্থানে নেই।
তিনি আরও বলেন, “সবচেয়ে বড় চমক হলো—যিনি এতদিন জরিপে চতুর্থ বা পঞ্চম স্থানে ছিলেন, সেই রদ্রিগো পাজই এখন শীর্ষে।”
রদ্রিগো পাজের বাবা সাবেক প্রেসিডেন্ট জাইমে পাজ বামঘেঁষা রাজনীতিক হলেও ছেলে তুলনামূলকভাবে কেন্দ্রপন্থী অবস্থান নিয়েছেন।
এবারের নির্বাচনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে ছিলেন ডানপন্থা থেকে বাম রাজনীতির প্রতিনিধিরা। তবে নির্বাচনের আগে জরিপে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ছিলেন কিরোগা এবং ধনকুবের ব্যবসায়ী ও সাবেক মন্ত্রী স্যামুয়েল দোরিয়া মেডিনা।
প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি। আর বর্তমান সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট লুইস আরসে, যিনি মোরালেসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ান।