Monday, January 19, 2026

হাবিপ্রবির ‘সি’ ইউনিটের লিখিত পরীক্ষার বিষয়ে পরিবর্তন


ছবিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার একটি বিষয়ে সংশোধন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা)–এর লিখিত পরীক্ষার পাঠ্যবিষয়ে এই পরিবর্তন কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ভর্তি কমিটির তৃতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘সি’ ইউনিটের লিখিত পরীক্ষায় আগে নির্ধারিত ‘বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিষয়ের পরিবর্তে এখন ‘ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা’ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে।

এদিকে হাবিপ্রবির স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম বুধবার (২৪ ডিসেম্বর) শেষ হয়েছে। চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

কর্তৃপক্ষ জানায়, আগামী ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, প্রথমে আবেদনের সময়সীমা ১৬ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন