- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
যুক্তরাষ্ট্রের স্বচালিত যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমো বিদ্যুৎ বিভ্রাটের সময় বিকল ট্রাফিক সিগন্যাল আরও দক্ষতার সঙ্গে সামাল দিতে তাদের রোবোট্যাক্সির জন্য নতুন সফটওয়্যার আপডেট দিচ্ছে। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের সময় একাধিক রোবোট্যাক্সি চৌরাস্তায় আটকে পড়ার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার প্রকাশিত এক ব্লগ পোস্টে ওয়েমো জানায়, তাদের স্বচালিত গাড়ির সফটওয়্যার সাধারণত বিদ্যুৎহীন ট্রাফিক লাইটকে চারদিকের স্টপ সাইন হিসেবে বিবেচনা করে, ঠিক যেমন মানুষের চালকদের করার কথা। তাত্ত্বিকভাবে এতে গাড়িগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারার কথা ছিল।
তবে বাস্তবে দেখা যায়, অনেক রোবোট্যাক্সি সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়েমোর ফ্লিট রেসপন্স টিমের কাছে ‘কনফার্মেশন চেক’ পাঠায়। সব ওয়েমো রোবোট্যাক্সির মধ্যেই এই যাচাই করার ব্যবস্থা রয়েছে। শনিবার একযোগে বড় এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় এই যাচাই অনুরোধের সংখ্যা হঠাৎ বেড়ে যায়, যা সড়কে জট তৈরির অন্যতম কারণ বলে ব্যাখ্যা করেছে কোম্পানি।
ওয়েমো জানায়, প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এই কনফার্মেশন সিস্টেম তৈরি করা হয়েছিল। তবে এখন রোবোট্যাক্সির সংখ্যা ও কার্যপরিসর বেড়ে যাওয়ায় এই ব্যবস্থাকে আরও পরিণত ও বাস্তবসম্মত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন আপডেটে স্বচালিত সফটওয়্যারে আঞ্চলিক বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যুক্ত করা হবে, যাতে গাড়িগুলো দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার নীতিমালাও হালনাগাদ করা হবে, সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে।
যদিও বিদ্যুৎ বিভ্রাটের সময় রোবোট্যাক্সি আটকে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, ওয়েমো দাবি করেছে—সেদিন তাদের গাড়িগুলো সফলভাবে ৭ হাজারের বেশি অচল ট্রাফিক সিগন্যাল অতিক্রম করেছে।
ওয়েমোর ভাষ্য অনুযায়ী, “এত বড় পরিসরের একটি ঘটনার মধ্যে পথচলা স্বচালিত প্রযুক্তির জন্য একটি অনন্য চ্যালেঞ্জ ছিল।”