- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ শিল্পে নিজেদের অবস্থান আরও শক্ত করতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গ্রোকের (Groq) প্রযুক্তি ব্যবহারের জন্য লাইসেন্স চুক্তি করেছে এনভিডিয়া। একই সঙ্গে গ্রোকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাথন রস, প্রেসিডেন্ট সানি মাদ্রাসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মীকে নিয়োগ দিচ্ছে বিশ্বের শীর্ষ এই চিপ নির্মাতা।
এনভিডিয়া জানিয়েছে, এটি কোনোভাবেই গ্রোক কোম্পানি অধিগ্রহণের চুক্তি নয়; বরং একটি নন-এক্সক্লুসিভ প্রযুক্তি লাইসেন্সিং ও জনবল স্থানান্তরসংক্রান্ত সমঝোতা। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই চুক্তির আওতায় এনভিডিয়া প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পদ কিনছে। যদিও এ বিষয়ে চুক্তির পরিধি নিয়ে এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেনি। যদি এই অঙ্ক সঠিক হয়, তবে এটি এনভিডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় লেনদেন হিসেবে বিবেচিত হবে।
বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলো যখন এআই সক্ষমতা বাড়াতে মরিয়া, তখন বিপুল কম্পিউটিং শক্তির চাহিদা তৈরি হয়েছে। এই বাজারে এনভিডিয়ার জিপিইউ ইতোমধ্যেই শিল্পমান হিসেবে প্রতিষ্ঠিত। তবে গ্রোক ভিন্ন পথে হাঁটছে। তারা ‘এলপিইউ’ বা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউনিট নামে নতুন ধরনের চিপ তৈরি করছে, যা তাদের দাবি অনুযায়ী প্রচলিত ব্যবস্থার তুলনায় ১০ গুণ দ্রুতগতিতে বড় ভাষা মডেল চালাতে পারে এবং শক্তি খরচ হয় প্রায় ১০ ভাগের এক ভাগ।
গ্রোকের সিইও জোনাথন রস প্রযুক্তি জগতে পরিচিত নাম। গুগলে কাজ করার সময় তিনি টিপিইউ (টেনসর প্রসেসিং ইউনিট) উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা আজও এআই অ্যাকসেলারেটর চিপের অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চলতি বছরের সেপ্টেম্বরে গ্রোক ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করে, তখন কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৬.৯ বিলিয়ন ডলার। অল্প সময়ের মধ্যেই তাদের বিস্তার চোখে পড়ার মতো—গ্রোকের দাবি, বর্তমানে তাদের প্রযুক্তি ব্যবহার করছেন ২০ লাখের বেশি ডেভেলপার, যা এক বছর আগেও ছিল প্রায় সাড়ে তিন লাখের মতো।
বিশ্লেষকদের মতে, গ্রোকের উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ যুক্ত হওয়ায় এনভিডিয়ার এআই চিপ বাজারে আধিপত্য আরও জোরদার হতে পারে। একই সঙ্গে এই চুক্তি ভবিষ্যতের এআই হার্ডওয়্যার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।