Monday, January 19, 2026

১লা জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা


ছবিঃ বাণিজ্য মেলা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী ১ জানুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এবারের মেলার আয়োজন করছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবছর মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার একটি প্রস্তাব উঠলেও তা চূড়ান্ত হয়নি। গত ১৮ আগস্ট ইপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হলেও পরবর্তীতে মেলার স্টিয়ারিং কমিটি সেই প্রস্তাব গ্রহণ না করায় আগের নামই বহাল রাখা হয়েছে।

ইপিবি জানিয়েছে, বাণিজ্য মেলা উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এবারের মেলায় দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ‘বাংলাদেশ স্কয়ার’ নামে একটি আলাদা প্রাঙ্গণ রাখা হচ্ছে, যেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে। মেলায় প্রায় ৩২০টি স্টল থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের জনপ্রতি টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আয়োজকদের আশা, এবারের মেলা দেশি-বিদেশি ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্যও একটি আনন্দমুখর ও বাণিজ্যিক মিলনমেলায় পরিণত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন