- ১৩ অক্টোবর, ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক, শ্রেণিকক্ষ ও ল্যাব সংকটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং দাবি আদায়ে সাত দিনের আলটিমেটাম ঘোষণা করেন।স্মারকলিপি প্রদান শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ আলী তোহা বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি স্থান সমানভাবে উন্নয়নে মনোযোগ দিয়ে চলেছে।
এ সময়ে যদি বিশ্ববিদ্যালয় অবহেলা ও বৈষম্যের শিকার হয়, তাহলে পরবর্তী সময়ে পরিস্থিতি আরও খারাপ হবে।তিনি আরও বলেন, “গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে হল, শ্রেণিকক্ষ, মেইন গেট ও শিক্ষক সংকটের মতো মৌলিক সমস্যাগুলো রয়েছে। এসবের জন্য বারবার রাজপথে আসতে হচ্ছে শিক্ষার্থীদের। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই সাত দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো:
১. বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা এবং ন্যূনতম ১০০ একর ভূমি অধিগ্রহণসহ একাডেমিক ও অনুষদ ভবনের সম্প্রসারণ, হল নির্মাণ ও আবাসন সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ। হল নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান। সকল টেন্ডার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা।
২. প্রতিটি বিভাগে ন্যূনতম ২০ জন শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত ল্যাব ও অফিস সহকারী নিশ্চিত করা। বিদেশে উচ্চশিক্ষার জন্য স্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ।
৩. শিক্ষার্থীদের সকল তথ্য, রেজাল্ট ও লেনদেন অনলাইনে করার ব্যবস্থা ও ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা।
৪. পূর্বের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
৫. দ্রুত সমাবর্তনের তারিখ ঘোষণা ও ছাত্র সংসদ গঠন। রেজিস্ট্রার গ্র্যাজুয়েট বিজ্ঞপ্তির মাধ্যমে রিজেন্ট বোর্ডে চার শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তি।
সংবাদ সম্মেলনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুর্জয় শুভ, পদার্থবিজ্ঞান বিভাগের নিঘাত রৌদ্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরাফাত হোসেন, ইংরেজি বিভাগের নূপুর রায় ও নওরীন নীরা সহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।শিক্ষার্থীরা দাবি করেছেন, সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবেন।