- ১৩ অক্টোবর, ২০২৫
জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচারের দাবি আদায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার ব্যাপক কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। এর আগে দলের নবগঠিত জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলোকে নিজ নিজ কার্যালয়ে প্রথম কার্যনির্বাহী সভা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন একটি বিবৃতিতে এ নির্দেশের কথা জানিয়েছেন। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই নির্দেশনা দিয়েছেন।বিবৃতিতে জানানো হয়েছে, ১৯ জুন জেলা ও উপজেলা সমন্বয় কমিটিগুলো নিজ নিজ কার্যালয়ে কার্যনির্বাহী সভা করে কর্মসূচি নির্ধারণ করবে। এরপর তারা জুলাই সংক্রান্ত দাবিতে সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানাবে।
এর প্রস্তুতির জন্য এনসিপি ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক জেলা ও উপজেলা কমিটি গঠন করেছে এবং দলীয় কার্যালয় নেওয়ার প্রক্রিয়া চলছে। কমিটিগুলোকে আরও সক্রিয় করতে এই প্রথম সভা ও কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে।বর্তমানে এনসিপি দেশের ৩৩ জেলা ও ১২৬ উপজেলায় সমন্বয় কমিটি করেছে। এই কমিটিগুলোর মাধ্যমে ভবিষ্যতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ছবি: ফেসবুক থেকে নেওয়া