- ১৩ অক্টোবর, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “নিঃশর্ত আত্মসমর্পণ” দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ইরান জায়নবাদীদের সঙ্গে কখনোই আপস করবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি বলেছেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না।
”খামেনির এই কড়া হুঁশিয়ারির মাঝেই তেহরানের কাছে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে ইরানি গণমাধ্যম ও বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। একইসঙ্গে তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ও ইসরায়েলি হামলার শিকার হয়েছে, যেখানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে।এদিকে, মঙ্গলবার রাতে ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের বিমানঘাঁটিতে ‘ফাত্তাহ-১’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তারা নতুন করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৎপর রয়েছে।সংঘাতের ষষ্ঠ দিনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তেল আভিভের বাসিন্দাদের ইরানি কর্মকর্তারা সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন অঞ্চলের বিমানঘাঁটি থেকে অন্তত ৩০টি যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে।সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছেন। বিশ্ব আবারো মধ্যপ্রাচ্যে নতুন ধরনের সংঘাতের আতঙ্কের মুখে দাঁড়িয়ে আছে।এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির আহ্বান জানিয়ে আসছে, কিন্তু দুই দেশের মধ্যে সংঘাত ক্রমেই গম্ভীর আকার ধারণ করছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।ফাইল ছবি/প্রথম আলো