- ১৩ অক্টোবর, ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এ বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধন করেন। তিনি বলেন, “গোবিপ্রবিতে প্রথমবারের মতো ডিজিটাল হাজিরা চালু হলো। আশা করছি, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্ম-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।