- ১৩ অক্টোবর, ২০২৫
আগামী মাসের ১০ অক্টোবর শুক্রবার ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষা হবে এমসিকিউ টাইপ লিখিত ফরম্যাটে।
সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন বুধবার, ১০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন বিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।