Friday, December 5, 2025

গোবিপ্রবিতে ছাত্রদল নেতার সহকারী প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ


ছবিঃ গোবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি জহির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | গোপালগঞ্জ:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর সহকারী প্রক্টর ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি জহিরের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শিক্ষার্থী মুরাল কমপ্লেক্সের পাশে বসে মাদক সেবন করছিল। প্রক্টোরিয়াল বডির সদস্যরা সেখানে গেলে শিক্ষার্থীরা পালিয়ে যায়। এসময় সহকারী প্রক্টর আরিফুল ইসলাম একজন শিক্ষার্থীকে আটক করেন এবং মাদকসেবনের বিষয় জিজ্ঞাসা করতে থাকেন। ঠিক তখন ছাত্রদলের সহ-সভাপতি জহির সেখানে এসে ক্ষিপ্ত হয়ে সহকারী প্রক্টরের ওপর আক্রমণ চালান এবং ধাক্কা দিয়ে আটক শিক্ষার্থীকে পালিয়ে যেতে সাহায্য করেন।

ঘটনার পর জহির প্রক্টর অফিসে উপস্থিতদের সামনে বলেন, “একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীকে আটকাতে পারবেন না। আমি শিক্ষার্থীর অপমান মেনে নিতে পারিনি।”

অপরদিকে সহকারী প্রক্টর মো. আরিফুল ইসলাম জানান, “আমরা কয়েকজন শিক্ষার্থীকে মাদক সেবনের জন্য সন্দেহ করে মুরাল কমপ্লেক্সের পশ্চিম দিকে যাই। ধোঁয়া ও মাদকের গন্ধ পাই। আমরা একজন শিক্ষার্থীকে ধরতে চেষ্টা করি, তখন জহির এসে আমার ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ছাড়িয়ে দেন।”

প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব কোনো মন্তব্য করতে রাজি না হলেও জানান, “আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে বিষয়টি তোলা হবে। রিজেন্ট বোর্ড এই ঘটনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

এই ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন