Friday, December 5, 2025

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর


প্রতীকী ছবিঃ খুলনা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি আবেদন শুরু হবে ৭ নভেম্বর থেকে এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর, এবং ফলাফল ঘোষণা করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে মোট ১,১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী বিস্তারিতভাবে ঘোষণা করা হয়েছে।

ভর্তি ইউনিট ও যোগ্যতা:

  • ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুল): মোট আসন ৩২০ (সাধারণ ৩০৩, কোটায় ১৭)। যোগ্যতার শর্ত: এসএসসি ২০২২-২৩ ও এইচএসসি ২০২৪-২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০। পরীক্ষা: ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। স্থাপত্য শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা।

  • ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল): মোট আসন ২৮১ (সাধারণ ২৬৬, কোটায় ১৫)। যোগ্যতা: সম্মিলিত জিপিএ ন্যূনতম ৮.০০। পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের মতো।

  • ‘সি’ ইউনিট (কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল): মোট আসন ৪১৫ (সাধারণ ৩৯১, কোটায় ২৪)। যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত জিপিএ ন্যূনতম ৭.০০। চারুকলা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লিখিত ও অঙ্কন পরীক্ষা।

  • ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল): মোট আসন ৮৮ (সাধারণ ৮৩, কোটায় ৫)। যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে কমপক্ষে জিপিএ ৩.০০।

পরীক্ষা কেন্দ্র ও সুবিধা:
এই বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। ঢাকা, খুলনা ও রাজশাহীর পাশাপাশি নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রাম যুক্ত করা হয়েছে। ফলে এই তিন ইউনিটের পরীক্ষা চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা কেবল ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষার্থীদের জন্য বিস্তারিত নির্দেশনা ও সময়সূচি প্রদান করেছে, যাতে তারা যথাসময়ে আবেদন ও প্রস্তুতি নিতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন