Monday, January 19, 2026

ফেসবুক ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়


প্রতীকী ছবিঃ মাউশি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত)’ এবং ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর রয়েছে। এসব আইন ও নির্দেশনা অমান্য করা হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে এমন কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের এসব বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের দায়িত্বজ্ঞানহীন, বিভ্রান্তিকর বা আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাইবার সুরক্ষা নিশ্চিত করা এবং অনলাইনে সংঘটিত অপরাধ প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন