- ১৩ অক্টোবর, ২০২৫
স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের ফলস্বরূপ বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিয়েছে।
উপাচার্য প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ‘উন্নয়ন সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ডা. এ এস টি এম উল্লাহ চৌধুরী বায়জিদকে। ১৪ সদস্যের এই কমিটিতে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী প্রতিনিধিরা রয়েছেন।
কমিটির সদস্যদের মধ্যে আছেন:
বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুস সাত্তার,
সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম,
ভাইস চেয়ারম্যান আবদুর রইচ কাইজার,
ট্রেজারার মোহাম্মদ এনায়েতুল্লাহ,
সদস্য আলতাফ হোসেন,
ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম,
ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন,
রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞা,
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আলী আকবর সিয়াম,
মেন্টেইনেন্স অফিসার জালাল আহমেদ,
ছাত্র প্রতিনিধি হিসেবে ইংরেজি বিভাগের কাজী আল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহমুদুল হাসান চৌধুরী এবং আইন বিভাগের সৈকত হোসেন সজীব।
এর আগে ২৬ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, শিক্ষার্থীরা ১৮ আগস্ট থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিল। আন্দোলনের প্রভাবে ২০ আগস্ট রাতের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন।
গত বছরের ১৩ আগস্ট শিক্ষার্থীরা উন্নয়নের জন্য ১৫ দফা দাবি জানিয়েছিল। দাবি পূরণের আশ্বাস মিললেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করে। পরবর্তীতে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিবর্তন হয়নি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করে।
ফেনী ইউনিভার্সিটির এই উদ্যোগ শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের ফল এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দিকটিকে শক্তিশালী করবে।