- ১৩ অক্টোবর, ২০২৫
PNN বিশেষ প্রতিনিধি | ঢাকা: গতকাল ১২ জুলাই ২০২৫, রাজধানীর রমনায় অবস্থিত ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB)-এ অনুষ্ঠিত হলো Ex. JCD KUET সদস্যদের আয়োজিত প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠান। এতে একাত্মভাবে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুয়েটের সাবেক ছাত্রদল সংশ্লিষ্ট প্রকৌশলী ও পেশাজীবীরা।
অনুষ্ঠানে সদস্যদের সর্বসম্মতিক্রমে গোপন ব্যালটের মাধ্যমে Ex. JCD KUET-এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে সভাপতি বিজয়ী হন: কুয়েট ৮৯ ব্যাচ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রকৌশলী আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কুয়েট ২০০৬ ব্যাচ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, প্রকৌশলী শফিউল আজম ফাহিম ।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী এস. এম. জাফর সাদেক এবং সহকারী নির্বাচন কমিশনার প্রকৌশলী জিয়াউল হক মজুমদার।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (IEB)-এর সম্মানিত সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু এবং IEB এর সহ সভাপতি প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ। প্রকৌশলী রিজু তার সূচনা বক্তব্যে বলেন, “এই ধরনের পুনর্মিলনী কেবল বন্ধন মজবুত করে না, বরং পেশাগত ও সামাজিক অগ্রগতিতেও বড় ভূমিকা রাখে। Ex. JCD KUET এর ঐক্য এবং সাংগঠনিক শক্তি ভবিষ্যতে আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
আয়োজনে প্রীতিভোজ, স্মৃতিচারণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি কুয়েটের বিভিন্ন ব্যাচের সাবেক ছাত্রদের হৃদ্যতাপূর্ণ অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।