Monday, January 19, 2026

একীভূত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু হচ্ছে আগামী সপ্তাহে


প্রতীকী ছবিঃ একীভূত ইসলামী ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ধাপে আমানত বিমা স্কিমের আওতায় গ্রাহকরা এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়াগত জটিলতা দূর হওয়ায় আগামী সোমবার বা মঙ্গলবার থেকেই সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো থেকে অর্থ উত্তোলনের সুযোগ মিলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যেসব গ্রাহকের হিসাবে দুই লাখ টাকা বা তার কম জমা রয়েছে, তারা একবারেই পুরো অর্থ তুলতে পারবেন। আর যাদের জমা দুই লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।

তবে বিশেষ বিবেচনায় ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার বা গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য উত্তোলনের সীমা শিথিল রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা নির্ধারিত সীমার বাইরে অর্থ তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও জানান, একই ব্যাংকে একাধিক হিসাব থাকলেও একজন গ্রাহক একটি হিসাব থেকেই অর্থ তুলতে পারবেন। তবে যদি কারও একাধিক একীভূত ব্যাংকে আলাদা হিসাব থাকে, সে ক্ষেত্রে প্রতিটি ব্যাংক থেকেই নির্ধারিত অঙ্ক উত্তোলনের সুযোগ থাকবে।

যেসব ব্যাংক একীভূত হয়ে নতুন কাঠামোর আওতায় এসেছে, সেগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকায় বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। নতুন ব্যাংকের প্রধান কার্যালয় থাকবে ঢাকার সেনা কল্যাণ ভবনে।

বর্তমানে এই পাঁচ ব্যাংকের মোট আমানতকারী প্রায় ৭৫ লাখ। মোট আমানতের পরিমাণ ১ লাখ ৪২ হাজার কোটি টাকা হলেও ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকায়, যার বড় অংশই খেলাপি।

সারা দেশে এসব ব্যাংকের রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ। একীভূত হওয়ার পর একই এলাকায় একাধিক শাখা কমিয়ে এক বা দুইটিতে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে ইতোমধ্যে কর্মীদের বেতন–ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই প্রক্রিয়ার মাধ্যমে আমানতকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে এবং নতুন ব্যাংকটি স্থিতিশীল পথে এগোবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন