Tuesday, October 14, 2025

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক হেনস্তার অভিযোগে সিনিয়র লেকচারার মোহাম্মদ ফিরোজ হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু


ফাইল ছবিঃ অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ফিরোজ হাসান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র লেকচারার মোহাম্মদ ফিরোজ হাসানের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মোহাম্মদ ফিরোজ হাসান পরীক্ষায় শিক্ষার্থীদের গড়পড়তা নম্বর দেন এবং পরীক্ষাকেন্দ্রিক হয়রানি ছাড়াও নারীবিদ্বেষী আচরণ করেন। এছাড়া হল টিউটর হিসেবে থাকাকালীনও শিক্ষার্থীদের হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, অসুস্থ অবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার সময় তারা ইনজেকশন দেওয়ার পরও ফিরোজ স্যার কর্তৃক দীর্ঘ সময় ডেস্কের সামনে দাঁড় করানো হয়েছে। এছাড়া কুইজ এবং রিভিউ পেপারের ফলাফলের সময় শিক্ষার্থীদের অকারণ কম নম্বর দেওয়া হয়েছে এবং ক্লাসে মেয়েদের নিয়ে কটুক্তি করা হয়েছে।

সিনিয়র লেকচারার মোহাম্মদ ফিরোজ হাসান অভিযোগের বিষয়ে বলেন, “আমি এসব অভিযোগের সঙ্গে একমত নই। রেজাল্ট দেওয়ার পর শিক্ষার্থীরা যখন প্রত্যাশিত ফলাফল পাননি, তখন এ ধরনের অভিযোগ আনছেন।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শেখ রাশেদ হায়দার নূরী জানান, তদন্ত কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন