Monday, January 19, 2026

দিনাজপুর সরকারি কলেজ থেকে মেডিকেলে সাফল্য, ৪৪ শিক্ষার্থী পেলেন ভর্তির সুযোগ


ছবিঃ দিনাজপুর সরকারি কলেজ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। দিনাজপুর 

দিনাজপুর সরকারি কলেজ থেকে এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন কলেজটির মোট ৪৪ জন শিক্ষার্থী। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, যশোর, পাবনা, সুনামগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, কুষ্টিয়া, দিনাজপুর, নীলফামারীসহ একাধিক মেডিকেল কলেজে স্থান করে নিয়েছেন শিক্ষার্থীরা।

কলেজ সূত্র জানায়, সফল শিক্ষার্থীদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে একাধিক শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। পাশাপাশি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (বগুড়া), রংপুর মেডিকেল কলেজ এবং সিলেট মেডিকেল কলেজেও দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য।

দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমেন বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে দিনাজপুর সরকারি কলেজ প্রতিবছরই মেডিকেল, বুয়েটসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো ফল করে আসছে। এবছর প্রাথমিকভাবে ৪৪ জন শিক্ষার্থীর মেডিকেলে চান্স পাওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে সব তথ্য সংগ্রহ সম্পন্ন হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর গড়ে ৫০ জনের বেশি শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। এর আগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ৫৩ জন, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ৫৪ জন এবং ২০২২–২৩ শিক্ষাবর্ষে ৭৩ জন শিক্ষার্থী মেডিকেলে সুযোগ পেয়েছিলেন। একইসঙ্গে বুয়েটে প্রথম স্থানসহ একাধিক শিক্ষার্থী ভর্তি হওয়ার রেকর্ডও রয়েছে কলেজটির।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলেও দিনাজপুর সরকারি কলেজের সাফল্য চোখে পড়ার মতো। বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বড় অংশ জিপিএ-৫ অর্জন করেছেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল করেছেন।

কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা কার্যক্রম ও পরিকল্পিত দিকনির্দেশনার ফলেই এই ধারাবাহিক সাফল্য সম্ভব হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে মেডিকেল, বুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করা হবে।

উচ্চ মাধ্যমিক শাখার তত্ত্বাবধায়ক ড. বাবুল হোসেন জানান, মেডিকেলে ভর্তির পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর সফল শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে এবং তাদের অভিজ্ঞতা নতুন ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় দিনাজপুর সরকারি কলেজের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন