- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করার শেষ সময়সীমা আরও এক মাসের বেশি বাড়ানো হয়েছে। আগের সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর, যা এখন ২ নভেম্বর, রোববার বিকেল ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক স্থাপনের আবেদনকারীদের পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা প্রস্তুত করতে, পাশাপাশি প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহের সময় বিবেচনা করে আবেদন গ্রহণের সময় বাড়ানো হয়েছে।
নতুন সময়সীমার মধ্যেই সমস্ত আবেদনপত্র জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, আবেদনকারীরা এই সময়সীমার সুযোগ নিয়ে যথাযথ প্রস্তুতি নেবেন এবং মানসম্মত প্রস্তাবনা জমা দেবেন।