Tuesday, October 14, 2025

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলার ঘোষণা ট্রাম্পের


ছবিঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, তিনি নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপপ্রচার মামলার উদ্যোগ নিচ্ছেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচার আর মানহানি চালিয়ে আসছে। এটা আর চলবে না।”

ট্রাম্প বিশেষভাবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে টাইমসের কমলা হ্যারিসকে সমর্থনের ঘটনাটি উল্লেখ করে বলেন, পত্রিকাটি এখন “র‌্যাডিকাল ডেমোক্র্যাট পার্টির মুখপত্রে” পরিণত হয়েছে। তিনি আরও জানান, মামলা দায়ের করা হচ্ছে ফ্লোরিডায়, যা রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস তার প্রতিদ্বন্দ্বী হ্যারিসকে সমর্থন জানাতে প্রথম পাতার মাঝখানে সম্পাদকীয় প্রকাশ করেছে, যা আগে কখনো দেখা যায়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, অন্যান্য গণমাধ্যমও তাকে লক্ষ্য করে তথ্য ও চিত্র বিকৃতির “অত্যন্ত পরিশীলিত কৌশল” ব্যবহার করছে।

এর আগেও ট্রাম্প টাইমসের বিরুদ্ধে মামলা করেছিলেন। ২০২১ সালে দায়ের করা এক মামলায় তিনি অভিযোগ করেছিলেন যে, তার কর সংক্রান্ত নথি প্রকাশে সংবাদপত্রটি তার ভাতিজি মেরি ট্রাম্পের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে। তবে ২০২৩ সালে আদালত সেটি বাতিল করে দেয়।

এছাড়া একই বছরে তিনি সিএনএনের বিরুদ্ধে ৪৭৫ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছিলেন, যেখানে তাকে হিটলারের সঙ্গে তুলনা করার অভিযোগ ওঠে। কিন্তু সেটিও ফেডারেল আদালত খারিজ করে দেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন