- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ইলন মাস্কের শেয়ার কেনার ঘোষণার পর টেসলার শেয়ারদামে আবারও উত্থান দেখা গেছে। সোমবার সকালে শেয়ারের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়।
সম্প্রতি এক নিয়ন্ত্রক নথিতে জানা গেছে, মাস্ক শুক্রবার বিভিন্ন দামে প্রায় ২.৫ মিলিয়ন শেয়ার কিনেছেন, যার বাজারমূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। বাজার বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ মাস্কের কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আস্থার প্রতিফলন।
এর আগে চলতি মাসেই টেসলা মাস্কের জন্য নতুন এক বেতন প্যাকেজ প্রস্তাব করেছে, যা অনুমোদিত হলে ইতিহাসে প্রথমবার কোনো নির্বাহীর সম্পদের পরিমাণ ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারে। প্রস্তাবিত প্যাকেজে বলা হয়েছে, আগামী এক দশকে অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করলে মাস্ক ধাপে ধাপে কোম্পানির ১২ শতাংশ পর্যন্ত শেয়ার পেতে পারেন।
তবে শর্তগুলো অত্যন্ত কঠিন। প্রথম ধাপে শেয়ার পেতে হলে টেসলার বাজারমূল্যকে অন্তত ২ ট্রিলিয়ন ডলারে নিতে হবে, যা বর্তমানে বিদ্যমান মূল্যের দ্বিগুণ। আর সম্পূর্ণ প্যাকেজ পেতে হলে বাজারমূল্য পৌঁছাতে হবে প্রায় ৮.৫ ট্রিলিয়ন ডলারে—যা বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এনভিডিয়ার দ্বিগুণ।
এদিকে চলতি বছর টেসলার বিক্রি বড় ধরনের ধাক্কা খেয়েছে। মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততা, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং চীনা কোম্পানিগুলোর প্রতিযোগিতা টেসলার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
আগামী ৬ নভেম্বর টেসলার বার্ষিক শেয়ারহোল্ডারদের সভা বসবে। সেখানেই মাস্কের নতুন বেতন প্যাকেজ অনুমোদন নিয়ে ভোটাভুটি হবে।