Tuesday, October 14, 2025

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ইউনূসের উপস্থিতি: দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময়


ছবিঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। সকাল ১১টার দিকে তিনি মন্দিরে পৌঁছান এবং পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে। এখানে প্রতিটি ধর্মাবলম্বী যেন সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারে, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।

প্রসঙ্গত, সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন এবং তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

পূজা উদযাপন পরিষদের নেতাদের মতে, এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় এক হাজারেরও বেশি বেড়েছে। ইতোমধ্যে সারাদেশে পূজার প্রস্তুতি জোরেশোরে চলছে।

সরকারি ও বেসরকারি পর্যায়ে দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দমুখরভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন