Tuesday, October 14, 2025

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে উত্তেজনা: অবরোধ কর্মসূচি রবিবার পর্যন্ত স্থগিত


ছবিঃ শান্তিপূর্ণ মিছিল শেষে আন্দোলকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিএনপি নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদ ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি আগামী রোববার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে শান্তিপূর্ণ মিছিল শেষে এই ঘোষণা দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। জেলা প্রশাসকের অনুরোধে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।

গত কয়েকদিন ধরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন চলছে। সপ্তম দিনের আন্দোলনে আজ সড়ক অবরোধ না হলেও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি দেখা গেছে।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল জোরদার রয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির হিসাব শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার তৃতীয় দফার অবরোধে ভাঙ্গা পৌরসভা ও আশপাশের এলাকায় দিনভর বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা ভাঙ্গা থানা, উপজেলা নির্বাচন অফিস ও হাইওয়ে থানায় ভাঙচুর চালায়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কর্তন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে। এর পর থেকেই এলাকাবাসীর আন্দোলন জোরদার হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন