- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর হাত মেলানো বিতর্ককে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল আইসিসির কাছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি ইতোমধ্যে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, টস কিংবা ম্যাচ-পরবর্তী ঘটনায় পাইক্রফটের কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না। বরং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী টসে দুই অধিনায়ক হাত মেলাননি। ফলে পাইক্রফটের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন।
তবে পিসিবি সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, এ বিষয়ে তাদের সঙ্গে আইসিসি কোনো যোগাযোগ করেনি। অন্যদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করছে, ভারতীয় খেলোয়াড়রা টসের সময় শুধু নয়, ম্যাচ জয়ের পরও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। এমনকি ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গেও দেখা করতে বের হননি ভারতের কেউ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি ও এসিসি প্রধান মোহসিন নাকভি কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাইক্রফটকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেন।
আগামীকাল দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ পরিচালনার দায়িত্বেও থাকবেন পাইক্রফট। এর আগে পিসিবি হুমকি দিয়েছিল, তাঁকে সরানো না হলে দল ম্যাচ খেলবে না। ফলে প্রশ্ন উঠছে—পাকিস্তান কি সত্যিই ম্যাচ বর্জনের পথে হাঁটবে?