Monday, January 19, 2026

ঢাকায় সাত কলেজ শিক্ষার্থীদের অধ্যাদেশ মঞ্চ স্থাপনের কাজ শুরু


ছবিঃ ঢাকা কলেজের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরির কাজ চলছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত এবং হালনাগাদকৃত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়ার ওপর অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা রাজধানীতে অধ্যাদেশ মঞ্চ স্থাপনের কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের ফুটপাতের একটি অংশে কাঠ ও বাঁশ ব্যবহার করে মঞ্চ নির্মাণ করা হচ্ছে। ক্যাম্পাসে পরীক্ষা থাকায় বাইরে আন্দোলনরত শিক্ষার্থীর সংখ্যা সীমিত।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র আবদুর রহমান জানান, মোট চারটি স্থায়ী অধ্যাদেশ মঞ্চ তৈরি করা হবে। এছাড়া একটি ভাসমান মঞ্চ ট্রাকের মাধ্যমে সাত কলেজের ক্যাম্পাসে ঘুরবে। ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ মিলে একটি অথবা দুটি মঞ্চ, বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি মঞ্চ স্থাপন করা হবে। ভাসমান মঞ্চ নির্দিষ্ট সময়ে প্রতিটি ক্যাম্পাসে জনসভা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করবে।

আবদুর রহমান বলেন, “এই সপ্তাহের বুধবার যদি অধ্যাদেশ বিষয়ে কোনো নেতিবাচক আপডেট আসে, তবে ওই দিনই ‘মার্চ ফর যমুনা’ আয়োজন করা হবে। যদি আপডেট ইতিবাচক হয়, তবে বৃহস্পতিবার চারটি অধ্যাদেশ মঞ্চ থেকে শিক্ষার্থীরা একত্র হয়ে সায়েন্স ল্যাবের ভাসমান মঞ্চে মিলিত হবেন এবং ঢাকা শহর প্রদক্ষিণ করবেন।”

এর আগে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন পক্ষ জানিয়েছিল, ১৯ থেকে ২১ জানুয়ারি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ প্রতিটি ক্যাম্পাসে ভ্রমণ করবে। ২২ জানুয়ারি, সায়েন্স ল্যাব মোড়ে সমস্ত মঞ্চে শিক্ষার্থীরা একত্র হয়ে বৃহৎ সমাবেশ ও মিছিল করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা রাজধানীবাসীর কাছে সাময়িক অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী প্রকাশ করেছে এবং জানিয়েছেন, আন্দোলনের লক্ষ্য পূর্ণ হলে শিক্ষার্থীরা পুনরায় নিয়মিত পড়াশোনায় ফিরবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন