Monday, January 19, 2026

১৪ বছর পর লুকাসফিল্মের সভাপতির দায়িত্ব ছাড়ছেন ক্যাথলিন কেনেডি


ছবিঃ ডিজনি ২০১২ সালে লুকাসফিল্ম অধিগ্রহণ করার পর থেকেই ক্যাথলিন কেনেডি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি স্টার ওয়ার্স নির্মাতা প্রতিষ্ঠান লুকাসফিল্মের সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যাথলিন কেনেডি। প্রায় ১৪ বছর ধরে দায়িত্ব পালনের পর তিনি এখন স্টুডিওটির পূর্ণকালীন প্রযোজকের ভূমিকায় কাজ করবেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে লুকাসফিল্ম।

স্টার ওয়ার্সের স্রষ্টা জর্জ লুকাসের সরাসরি পছন্দে ২০১২ সালে লুকাসফিল্মের নেতৃত্বে আসেন ক্যাথলিন কেনেডি। ওই বছরই বিনোদন জায়ান্ট ডিজনি প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। কেনেডির নেতৃত্বে স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজি নতুন করে যাত্রা শুরু করে এবং বিশ্বব্যাপী বিপুল সাফল্য অর্জন করে।

তার সময়ে নির্মিত পাঁচটি পূর্ণদৈর্ঘ্য স্টার ওয়ার্স সিনেমা মিলিয়ে বিশ্বব্যাপী আয় করেছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এর মধ্যে দ্য ফোর্স অ্যাওয়েকেন্সসহ সিক্যুয়েল ট্রিলজি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। তবে একই সঙ্গে তার মেয়াদেই ফ্র্যাঞ্চাইজির প্রথম বড় বক্স অফিস ব্যর্থতা হিসেবে পরিচিত সোলো: অ্যা স্টার ওয়ার্স স্টোরি মুক্তি পায়।

চলচ্চিত্রের পাশাপাশি ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি এর জন্য দ্য ম্যান্ডালোরিয়ান, আহসোকা এবং সমালোচকদের প্রশংসিত অ্যান্ডর সিরিজ নির্মাণের তত্ত্বাবধানও করেন কেনেডি।

নতুন দায়িত্বে লুকাসফিল্মের প্রেসিডেন্ট ও চিফ ক্রিয়েটিভ অফিসার হিসেবে দায়িত্ব নেবেন ডেভ ফিলোনি। তিনি কো-প্রেসিডেন্ট লিনউইন ব্রেনানের সঙ্গে যৌথভাবে স্টুডিও পরিচালনা করবেন। অ্যানিমেটেড স্টার ওয়ার্স সিরিজে দীর্ঘদিন কাজ করা ফিলোনি ক্যাথলিন কেনেডির নেতৃত্বকে স্টার ওয়ার্স গল্প বলার ক্ষেত্রে “সবচেয়ে বড় বিস্তার” হিসেবে আখ্যা দিয়েছেন।

কেনেডির সময়েই স্টার ওয়ার্সে নারী ও বিভিন্ন জাতিগত পটভূমির চরিত্রের উপস্থিতি বাড়ে। যদিও এই দৃষ্টিভঙ্গি নিয়ে একাংশ দর্শকের সমালোচনাও ছিল। পাশাপাশি দীর্ঘদিনের উপন্যাস ও কমিকভিত্তিক গল্পধারার বাইরে নতুন কনটেন্ট তৈরির সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়।

তবে দায়িত্ব ছাড়লেও লুকাসফিল্মের সঙ্গে তার পথচলা শেষ হচ্ছে না। আসন্ন দুটি বড় বাজেটের চলচ্চিত্র দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু এবং স্টার ওয়ার্স: স্টারফাইটার এর প্রযোজক হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি। স্টারফাইটার চলচ্চিত্রে অভিনয় করবেন হলিউড তারকা রায়ান গসলিং।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ক্যাথলিন কেনেডি বলেন, “লুকাসফিল্মের অসাধারণ প্রতিভাবান মানুষের সঙ্গে এক দশকের বেশি সময় কাজ করা আমার জন্য বড় সৌভাগ্যের। ভবিষ্যতে নতুন ও পুরোনো সৃষ্টিশীল সহযোগীদের সঙ্গে গল্প বলার কাজ চালিয়ে যেতে আগ্রহী।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন