Saturday, January 10, 2026

ঢাকায় আসছে বেগম রোকেয়ার ‘সুলতানা’স ড্রিম’ অবলম্বনে অ্যানিমেটেড চলচ্চিত্র


ছবিঃ ২০২৩ সালে নির্মিত ছবিটির স্প্যানিশ নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলা সাহিত্য ও নারীবাদী চিন্তার এক অনন্য সৃষ্টি বেগম রোকেয়ার ‘সুলতানা’স ড্রিম’ অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র শিগগিরই ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। স্পেনের নির্মাতা ইসাবেল এর্গেরার পরিচালনায় তৈরি এই ছবিটি বাংলাদেশে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় স্টার সিনেপ্লেক্স জানায়, খুব শিগগিরই ঢাকার দর্শকরা বড় পর্দায় ‘সুলতানা’স ড্রিম’ উপভোগ করতে পারবেন। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও ১৬ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৩ সালে নির্মিত এই অ্যানিমেটেড ছবিটির স্প্যানিশ নাম এল সুয়েনো দে লা সুলতানা। বেগম রোকেয়ার মূল গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, ভারতের মাদ্রাজ থেকে প্রকাশিত দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন-এ। পরে এটি বাংলায় ‘সুলতানার স্বপ্ন’ নামে পাঠকের কাছে পরিচিত হয়। শত বছরের বেশি পুরোনো এই গল্পে নারীনির্ভর এক কল্পলোকের মাধ্যমে সমাজ ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী বার্তা তুলে ধরা হয়েছে।

নির্মাতা ইসাবেল এর্গেরা জানান, ২০১২ সালের দিকে নয়াদিল্লির একটি আর্ট গ্যালারিতে তিনি সুলতানা’স ড্রিম-এর একটি কপি দেখতে পান। সেই মুহূর্তেই গল্পটির গভীরতা ও বৈশ্বিক গুরুত্ব তাঁকে নাড়া দেয়। তাঁর ভাষায়, এই গল্প শুধু একটি সময়ের নয়, বরং আজকের পৃথিবীর সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত—এই ভাবনা থেকেই অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি।

ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয় ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর একই বছরের ১৭ নভেম্বর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর ভারত, জার্মানি, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ডসহ বিশ্বের ১৫টির বেশি দেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।

বাংলাদেশে এই চলচ্চিত্রের মুক্তি দেশীয় দর্শকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। বেগম রোকেয়ার চিন্তা ও কল্পনার জগৎকে আন্তর্জাতিক অ্যানিমেশনের ভাষায় বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা—যা একদিকে সাহিত্যিক ঐতিহ্যের উদ্‌যাপন, অন্যদিকে বিশ্ব সিনেমায় বাংলাদেশের ভাবনাকে নতুনভাবে উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন