Tuesday, October 14, 2025

ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ: বিএসসি দাবির প্রতিবাদ ও ছয় দফা বাস্তবায়নের দাবি


ছবিঃ রাজধানীর সাতরাস্তা এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত তিন দফা দাবির প্রতিবাদ এবং কারিগরি শিক্ষাব্যবস্থার ছয় দফা দাবির পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেন। পরে তারা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে যা কারিগরি শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে সংকুচিত করে। এ ধরনের নীল-নকশার বিরুদ্ধে প্রতিবাদে শিক্ষার্থীরা মাঠে নামেছেন।

ছয় দফা দাবির পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবেন।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এছাড়া যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি হওয়ায় সাময়িকভাবে এলাকায় যানজট দেখা দেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন