- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ঢাকা কলেজের ছাত্র সংসদ (ঢাকছাস) ভবনের তালা ৩২ বছর পর খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঐতিহ্যবাহী ভবনের নীচতলায় অবস্থিত ছাত্র সংসদ কার্যালয়টি খুলে দেয়। শিক্ষার্থীরা এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী, ঢাকা কলেজের ছাত্র সংসদ ভবন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৯৪ সালের পর থেকে ভবনের নীচতলায় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
সরেজমিনে দেখা যায়, ভবনের ভেতরের অংশ ময়লা-আবর্জনা ও পুরোনো কাগজের স্তূপে পূর্ণ। চেয়ার-টেবিল অগোছালো অবস্থায় ছড়িয়ে আছে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোমান জাবির বলেন, “থার্ড পার্লামেন্ট বলা হয় ঢাকা কলেজ ছাত্র সংসদকে। ভবনের ভিতরের এই অবস্থা দেখে অনুভূতি খারাপ হয়। আমরা চাই, এ মাসের মধ্যে নির্বাচন রোডম্যাপ প্রকাশ করা হোক।”
কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করবেন। কমিটি চলতি সপ্তাহের মধ্যে ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রকাশ ও সব ক্রিয়াশীল রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে বসে গঠনতন্ত্র সংস্কারের কাজ করবে।
উল্লেখ্য, ঢাকা কলেজ ছাত্র সংসদ সর্বশেষ গঠিত হয়েছিল ১৯৯৩ সালে, এবং তখন জাতীয়তাবাদী ছাত্রদল থেকে হারুন-জাবেদ প্যানেল জয়ী হয়।