- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিতের জন্য স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা ম্যানুয়ালি (হাতে) ভোট পুনর্গণনার আবেদন করেছেন।
সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে উমামা ফাতেমা লিখিতভাবে আবেদন করেন। আবেদনে তিনি জানান, ‘নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইয়ের জন্য প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, যিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। উমামা ফাতেমা চতুর্থ হয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোটে।
নির্বাচনের ফলাফল ঘোষণা চলাকালীন রাত সোয়া তিনটার দিকে ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা। তাঁর আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কত দ্রুত পদক্ষেপ নেয়, তা এখনও জানা যায়নি।