- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ঐতিহাসিক 'স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্যটির দ্রুত মেরামত ও সংরক্ষণের দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মো. রিপন আহম্মেদ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফেরদৌস আলম এই উদ্যোগ নেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন যে, আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পী শামীম শিকদারের তৈরি এই ভাস্কর্যটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং দেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের এক জীবন্ত প্রতীক। তাদের মতে, ভাস্কর্যটির বর্তমান জীর্ণ ও অবহেলিত অবস্থা জাতির গৌরবময় ইতিহাসের সঙ্গে বেমানান।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো নিম্নরূপ:
১. 'স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্যটির জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও সংরক্ষণে অবিলম্বে পদক্ষেপ নেওয়া।
২. ভবিষ্যতে দেশের ঐতিহাসিক গুরুত্ব বহনকারী সকল ভাস্কর্যের যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
৩. ভাস্কর্যগুলোর নিয়মিত তদারকির জন্য শিক্ষার্থী, শিল্পী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি স্থায়ী কমিটি গঠন করা।
শিক্ষার্থীরা আরও বলেন, এই ভাস্কর্যটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পদ নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এক গর্বের প্রতীক। এর অবহেলা খুবই দুঃখজনক এবং এটি দ্রুত সংস্কার করে এর ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনা জরুরি। তারা দৃঢ়ভাবে আশাবাদী যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে।