Tuesday, October 14, 2025

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার


ছবিঃ বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ( সংগৃহীত: আইএসপিআর)

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর এক অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন কমান্ডারসহ মোট দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, অভিযানে তিনটি এসএমজি (সাব-মেশিনগান), একটি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকাটিতে অভিযান এখনও চলছে।

এই অভিযানের বিষয়ে আজ দুপুরে রুমা জোনে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে আইএসপিআর সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য এলাকায় কেএনএ'র তৎপরতা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন