Friday, December 5, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন অধ্যায়, ১৮ হল শাখায় আহ্বায়ক কমিটি গঠন


প্রতীকী ছবিঃ বি এন পি (সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর ফের শুরু হলো ছাত্র রাজনীতি। ২০২৪ সালের ১৭ জুলাই থেকে হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এবার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের মাধ্যমে সেই নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৮ আগস্ট) ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয়ের অধীন ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এই কমিটিগুলোতে মোট ৫৯৩ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

প্রতিটি হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে গঠিত হয়েছে ভিন্ন ভিন্ন আকারের কমিটি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, শেখ মুজিবুর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ অন্যান্য আবাসিক ও অনাবাসিক হলে ছাত্রদলের প্রতিনিধিরা এবার নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন।

ছাত্রদল নেতারা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে শুরু হবে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন