Tuesday, October 14, 2025

শহীদ সাংবাদিক তুরাবের বড় ভাই জাবুর এনসিপি পদ ছাড়লেন


ছবিঃ আবুল আহসান জাবুর (সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন আবুল আহসান জাবুর। তিনি শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের বড় ভাই, যিনি গত বছরের জুলাই মাসে সিলেটের বন্দরবাজারে গণ-অভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত হন।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জাবুর জানান, ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে তিনি সংগঠনের কাজে যথেষ্ট সময় দিতে পারছেন না। তাই তিনি জেলা প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে দলের দায়িত্ব পালন করা সম্ভব নয়, তাই তিনি স্বেচ্ছায় সব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান জানান, জাবুর মৌখিকভাবে পদত্যাগের কথা জানিয়েছেন, তবে লিখিতভাবে এখনো কিছু জমা দেননি। বিষয়টি নিয়ে শিগগিরই বৈঠক হবে।

গত ১৮ জুন ঘোষিত এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা ও ২১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটিতে জাবুরকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। এই কমিটি সংগঠনের কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরিত তালিকা আকারে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন