- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়েছে নতুন কমিটি। প্রকাশিত ফলাফলের অনুযায়ী সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: আবু সাদিক (১৪০৪২ ভোট), সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ (১০৭৯৪ ভোট), এবং সহ সাধারণ সম্পাদক পদে মুহা: মহিউদ্দিন খান (১১৭৭২ ভোট)।
বিভিন্ন বিভাগের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পদে নির্বাচিতদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তানজিম জুমা (১০৬৩১), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো: ইকবাল হায়দার (৭৮৩৩), কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা (৯৯২০), আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান (৯৭০৬), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ (৭৭৮২), গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী (১১৭৭৮), ক্রীড়া সম্পাদক আরমান হোসেন (৭২৫৫), ছাত্র পরিবহন সম্পাদক মো: আসিফ আবদুল্লাহ (৯০৬১), সমাজসেবা সম্পাদক মো: জুবায়ের বিন নেছারি (৭৬০৮), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো: মাজহারুল ইসলাম (৯৩৪৪), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ (৭০৩৮) এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো: জাকারিয়া (১১৭৪৭) নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার তামান্না (১০০৪৪), সর্ব মিত্র চাকমা (৮৯৮৮), ইমরান হোসেইন (৬২৫২), মোছা: আফসানা আক্তার (৫৭৪৭), তানজিনুর রহমান (৫৬৯০), রায়হান উদ্দিন (৫০৮২), আনাস ইবনে মুনির (৫০১৫), মো: মিফতাউল (৫০১৫), হেমা চাকমা (৪৯০৮), মো: বেলাল হোসেন অপু (৪৮৬৫), মো: রাইসুল ইসলাম (৪৫৩৫), মো: শাহিনুর রহমান (৪৩৯০) এবং উম্মে উস ওয়াতুল রাফিয়া (৪২০৯)।
নতুন নির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য ডাকসুর কার্যক্রম পরিচালনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে।