Tuesday, October 14, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নতুন কমিটি গঠিত


ছবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ২০২৫ সালের নির্বাচনে জয়ী হয়েছে নতুন কমিটি। প্রকাশিত ফলাফলের অনুযায়ী সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: আবু সাদিক (১৪০৪২ ভোট), সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ (১০৭৯৪ ভোট), এবং সহ সাধারণ সম্পাদক পদে মুহা: মহিউদ্দিন খান (১১৭৭২ ভোট)।

বিভিন্ন বিভাগের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পদে নির্বাচিতদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তানজিম জুমা (১০৬৩১), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো: ইকবাল হায়দার (৭৮৩৩), কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা (৯৯২০), আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান (৯৭০৬), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ (৭৭৮২), গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী (১১৭৭৮), ক্রীড়া সম্পাদক আরমান হোসেন (৭২৫৫), ছাত্র পরিবহন সম্পাদক মো: আসিফ আবদুল্লাহ (৯০৬১), সমাজসেবা সম্পাদক মো: জুবায়ের বিন নেছারি (৭৬০৮), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো: মাজহারুল ইসলাম (৯৩৪৪), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ (৭০৩৮) এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো: জাকারিয়া (১১৭৪৭) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবিকুন নাহার তামান্না (১০০৪৪), সর্ব মিত্র চাকমা (৮৯৮৮), ইমরান হোসেইন (৬২৫২), মোছা: আফসানা আক্তার (৫৭৪৭), তানজিনুর রহমান (৫৬৯০), রায়হান উদ্দিন (৫০৮২), আনাস ইবনে মুনির (৫০১৫), মো: মিফতাউল (৫০১৫), হেমা চাকমা (৪৯০৮), মো: বেলাল হোসেন অপু (৪৮৬৫), মো: রাইসুল ইসলাম (৪৫৩৫), মো: শাহিনুর রহমান (৪৩৯০) এবং উম্মে উস ওয়াতুল রাফিয়া (৪২০৯)।

নতুন নির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য ডাকসুর কার্যক্রম পরিচালনা করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন