- ১৩ অক্টোবর, ২০২৫
চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর ও হাজীগঞ্জ আঞ্চলিক সড়কের কচুয়ার উত্তর অংশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। বুধবার কচুয়ার প্রবেশ পথ বারৈয়ারা থেকে আকানিয়া বিশ্বরোড পর্যন্ত এই অভিযান শুরু হয়।
কচুয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের পরামর্শে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে শীতকালে এ সড়কের বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। ডাকাতরা রাস্তার পাশে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা সত্ত্বেও যানবাহন চলাচলের সময় তা অগ্রাহ্য করে ডাকাতি করত।
পদক্ষেপের ফলে জনগণ রাস্তা দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য শরীফ ও চাংপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, “রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগে ডাকাতি অনেকাংশে কমে যাবে।”
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বাচাইয়া থেকে সাচারের সাজিরপাড় পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিন ১০ জন শ্রমিক এই কাজে নিয়োজিত রয়েছেন। এর ফলে যানবাহন চালকসহ এলাকার সর্বস্তরের মানুষ সুফল ভোগ করবেন।