Tuesday, October 14, 2025

বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় কমিটির ৪৮ ঘণ্টার হরতাল শুরু


ছবিঃ সর্বদলীয় কমিটির ৪৮ ঘণ্টার হরতাল শুরু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | বাগেরহাট:

নির্বাচন কমিশনের বাগেরহাটের ৪টি সংসদীয় আসন কমিয়ে ৩টি করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বের ৪টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে। হরতাল বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত জেলার ৯ উপজেলায় চলবে।

হরতালের প্রথম দিন সকাল থেকে জেলার সড়কে যান চলাচল অচল অবস্থায় আছে। দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। এছাড়া, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে।

চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বলেন, “আসন কমানোর সিদ্ধান্ত বাগেরহাটের জনগণের স্বার্থবিরোধী। আমরা শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং ৪টি আসন পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, “নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে একটি আসন কমিয়েছে। আমাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” চিতলমারী উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান বলেন, “জনগণের স্বার্থ রক্ষার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হচ্ছে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন