Tuesday, October 14, 2025

টাঙ্গাইলের ভূঞাপুরে আড়াই কোটি টাকার মুক্তিযোদ্ধা সংসদ ভবন নীরব, কমিটির অভাবে কার্যত অকার্যকর


ছবিঃ মুক্তিযোদ্ধা সংসদ ভবন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

টাঙ্গাইলের ভূঞাপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন এখন কার্যত নিস্ক্রিয় হয়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড চত্বরে ভবনটি সগৌরবে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অব্যবস্থাপনা, পর্যাপ্ত তদারকির অভাব এবং ব্যবহারহীনতার কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে। দেয়াল থেকে রং খসে পড়ছে, এবং কিছু স্থানে আগাছা জমে গেছে।

উপজেলা প্রকৌশল অফিসের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মেসার্স লাকি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির নির্মাণ শুরু করে। ২ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে নির্মাণ শেষে ২০১৬ সালের ২৫ মে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিয়াকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের প্রায় এক দশক পরও কোনো কার্যক্রম শুরু না হওয়ায় ভেতরে থাকা সোলার সিস্টেম ও অন্যান্য সরঞ্জাম অকার্যকর হয়ে পড়েছে। প্রধান ফটকের সামনে গড়ে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড, আর এসএস পাইপের বেষ্টনীরও ক্ষতি হয়েছে নিয়মিত ধাক্কায়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ মিয়া জানান, ভবন ব্যবহারের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অভ্যন্তরীণ কোন্দল, আইনি জটিলতা এবং কমিটির অভাব বাধা হয়ে দাঁড়িয়েছে। ভবন নির্মাণের সময় সড়ক ও জনপথের অনুমতি না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে মামলা দায়ের হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানিয়েছেন, তিনি বিষয়টির সাথে নতুনভাবে পরিচিত এবং শিগগিরই দায়িত্ব নেওয়া নতুন ইউএনও পদক্ষেপ নেবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন