- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রভাষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সিলেকশন বোর্ড অধিকতর যোগ্যপ্রার্থী বাদ দিয়ে আওয়ামী লীগ অনুগত ব্যক্তিদের নিয়োগের সুপারিশ করেছে। সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ (২৭ আগস্ট) বিকেল ৫টায় সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
সিলেকশন বোর্ডের সুপারিশ অনুযায়ী মো. শফিকুল ইসলাম সিহাব ও মোছা আলপনা আক্তারকে প্রভাষক পদে সুপারিশ করা হয়েছে। তবে সুপারিশবঞ্চিত প্রার্থীরা দাবি করছেন, তাদের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচিত দু’জন প্রার্থী বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্য ফলাফল, গবেষণা কার্যক্রম ও শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় তুলনামূলকভাবে কম সক্ষম।
সিলেকশন বোর্ডের সভাপতি ও ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ দাবি করেছেন, বোর্ডের সকল সদস্যদের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্বাচিত হয়েছে। তিনি বলেন, “কারও মুখের কথায় কাউকে বাদ দেওয়া যায় না। সিন্ডিকেট সভায় বিষয়টি বিস্তারিত আলোচনা হবে।”
অপরদিকে, প্রভাষক নিয়োগে বঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেছেন, সিলেকশন বোর্ড দীর্ঘ ১৫ বছর ধরে পেশাগত যোগ্যতা ও গবেষণার মূল্যায়ন না করে রাজনৈতিক যোগসূত্র ও দলীয় আনুগত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রশাসনের কাছে পক্ষপাতমুক্ত, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উর্দু বিভাগের চেয়ারম্যান গোলাম মাওলা জানান, বোর্ডে যারা ভাল ফলাফল করেছে এবং ভাইভায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। কোনো রাজনৈতিক পক্ষপাত বা অনিয়ম ঘটেনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রক্রিয়াটি মনিটর করছেন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে চূড়ান্ত নিয়োগের অনুমোদন দেওয়া হবে।