- ১৩ অক্টোবর, ২০২৫
বাংলাদেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, “যদি সময়মতো নির্বাচন হতো, আজকের সংকট তৈরি হতো না। সরকার এখনো নির্বাচনকে জটিল করার চেষ্টা করছে।”
তিনি দ্রুত সনদ সংস্কার ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, “গণতান্ত্রিক পথেই সংকটের সমাধান সম্ভব। এর বাইরে কোনো বিকল্প নেই।”
বিএনপির মহাসচিব আরও বলেন, দেশের রাজনীতিতে একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে, যা সাধারণ মানুষ চায় না। “নানা অজুহাত তুলে নির্বাচনের পরিবেশ নষ্ট করার হুমকি দেওয়া হচ্ছে,” উল্লেখ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে, যে পরিবর্তনের আশা করা হয়েছিল তা আসেনি। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতারাও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ অবস্থায় দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিরা আজ বড় বড় কথা বলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে এবং আগেভাগে বিজয়ের নিশ্চয়তা ভেবে আত্মতুষ্টিতে ভোগা যাবে না।