- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবারের মাদক কারবারি, ভবঘুরে ও অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানের সময় ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমার লাঠি হাতে এক বৃদ্ধকে তাড়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।
ভিডিওতে দেখা যায়, সর্বমিত্র চাকমা বৃদ্ধ লোকটিকে লাঠি হাতে শাসিয়ে ক্যাম্পাস ছাড়তে বলছেন। পাশাপাশি প্রক্টরিয়াল টিমের একজন সদস্যও ওই ব্যক্তির ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করে ভয় দেখানোর চেষ্টা করছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বৃদ্ধের প্রতি এমন আচরণের নিন্দা জানিয়েছেন। তবে কিছু শিক্ষার্থী ও ডাকসু নেতারা বলছেন, বৃদ্ধ ব্যক্তি মূলত ক্যাম্পাসে মাদক সরবরাহের সঙ্গে যুক্ত। তাদের দাবি, তাকে বারবার সতর্ক করা হলেও তিনি ক্যাম্পাসে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন ফেসবুকে সর্বমিত্রকে উদ্দেশ্য করে লিখেছেন, “ক্ষমতা পাওয়ার মানে এই নয় যে অন্যকে ভয় দেখানো যাবে। শান্তভাবে কাজ করা উচিত।”
অমর একুশে হলের শিক্ষার্থী রাজু চৌধুরী বলেন, “বৃদ্ধ ব্যক্তি মাদক ব্যবসায়ী। তাই তাকে সরানো প্রয়োজন ছিল। এটি আমাদের নিরাপত্তার সঙ্গে জড়িত।” তিনি আরও জানান, এই এলাকায় ভবঘুরে ও মাদকাসক্তরা ফুটপাতে অস্বস্তিকর পরিবেশ তৈরি করায় এটি জরুরি পদক্ষেপ ছিল।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেছেন, “সর্বমিত্রের লক্ষ্য ছিল মাদকমুক্ত ক্যাম্পাস। তবে আইনানুগ পদ্ধতিতে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে কাজ করলে পরিস্থিতি আরও সুন্দর হতো।”
সর্বমিত্র চাকমা নিজে জানিয়েছেন, “ভিডিওতে যে বৃদ্ধকে দেখছেন, তাকে মেট্রো স্টেশন এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। তার সঙ্গে আরও একজন বৃদ্ধ মাদকাসক্ত। এই ধরনের লোকদের সরাতে লাঠি ছাড়া উপায় নেই। আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, শুধু চাই একটি ভবঘুরে, মাদক ও হ্যারাসমেন্টমুক্ত ক্যাম্পাস।”
তিনি আরও বলেন, “আমি মাঠ পর্যায়ে আর থাকব না, তবে একজন সদস্য হিসেবে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার দায়িত্ব পালন করব। কঠিন পরিস্থিতিতে লাঠি হাতে পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্যাম্পাসে বিতর্ক চলছেই, তবে ডাকসু ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এই পদক্ষেপকে একটি জরুরি ও প্রয়োজনীয় কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।