- ১৩ অক্টোবর, ২০২৫
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে জমে উঠেছে শিক্ষাঙ্গনের রাজনীতি। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ছাত্রসংগঠনগুলো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে। যদিও এখনো কোনো সংগঠন পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেনি, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন একাধিক হেভিওয়েট প্রার্থী।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম এরইমধ্যে আলোচনার শীর্ষে উঠে এসেছেন। জুলাই বিপ্লবের সময় তার ভূমিকা তাকে প্রার্থিতার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। এছাড়া ঢাবি শাখা সভাপতি এসএম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান-এর নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরির কাজ চলছে।
ভিপি পদে কে লড়বেন তা এখনো নিশ্চিত না হলেও, ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমনসহ অনেকেই আলোচনায় আছেন। ছাত্রদলের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তারেক রহমানের অনুমোদনের পর।
জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে গঠিত সংগঠনটি সবচেয়ে বেশি সক্রিয়। ঢাবি আহ্বায়ক আবদুল কাদের ভিপি পদে, কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জিএস পদে এবং সদস্য সচিব জাহিদ আহসান বা মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী এজিএস পদে প্রার্থী হতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নিজেকে ভিপি প্রার্থী ঘোষণা দিয়ে একটি অরাজনৈতিক স্বতন্ত্র প্যানেল গঠন করেছেন। তার সঙ্গে আছেন এবি জুবায়ের ও মুসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ। এছাড়া ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি-ও একটি নিরপেক্ষ প্যানেলে যুক্ত হতে পারেন। অন্যদিকে, স্বাধীন বাংলা ছাত্র সংসদ ‘ইউনিটি ইন ডাইভারসিটি’ স্লোগানে একটি বিকল্প প্যানেল তৈরির চেষ্টা করছে।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-এর নেতৃত্বে গঠিত সংগঠনের বর্তমান সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ‘ডাকসু ফর চেঞ্জ’ নামে একটি প্যানেল ঘোষণা করেছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদ জুবেল, এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মোজাম্মেল হক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বামজোট একটি কেন্দ্রীয় ও হলভিত্তিক প্যানেল গঠনের পরিকল্পনা করছে।
ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে মোট ভোটার সংখ্যা ৩৯,৯৩২ জন। এর মধ্যে ছাত্রী ১৯,০২৮ জন এবং ছাত্র ২০,৯০৪ জন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনি প্রচার এবং আচরণবিধি বিষয়ে কড়া নির্দেশনা জারি করেছে:
যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ব্যান্ড পার্টি, শোডাউন নিষিদ্ধ
ভোটের দিন যানবাহনে ভোটার আনা-নেওয়া নিষিদ্ধ (স্টিকারযুক্ত যানবাহন ব্যতীত)
মাইক ব্যবহার রাত ১০টার পর নিষিদ্ধ
প্রচার কার্যক্রম শেষ হবে ভোটের আগের দিন রাত ১১টা
মনোনয়নপত্র জমার শেষ তারিখ: ১৯ আগস্ট
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ আগস্ট
ভোট গ্রহণ: ৯ সেপ্টেম্বর
মোট পদ: ২৮টি